Description
বিশ্বসেরা ব্যক্তিদের প্রেমপত্র
ভূমিকা
এ গ্রন্থটি রচনার ক্ষেত্রে অনুপ্রেরণা লাভ করেছি গল্পকার সম্পাদক ও প্রকাশক জনাব মুহাম্মদ মহিউদ্দিনের কাছ থেকে। তিনিই গল্পকার পত্রিকায় ধারাবাহিকভাবে বিশ্বসেরা ব্যক্তিদের প্রেমপত্রের অনুবাদ প্রকাশ করার জন্য আমাকে পরামর্শ দেন এবং অনূদিত পত্রগুলো গল্পকার প্রকাশের পরিকল্পনা করেন। যাহোক এ বিশেষ ও চমকপ্রদ গ্রন্থটি প্রকাশের ব্যাপারে মুহাম্মদ মহিউদ্দিন সাহেবের ভূমিকাই প্রধান বলতে হবে। পত্রগুলো যখন প্রকাশিত হচ্ছিল তখনই তা পাঠকদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে, আশা করি পুস্তাকারে প্রকাশিত হওয়ার পর পাঠকসমাজ তা সানন্দে গ্রহণ করবেন। বিশ্বসেরা ব্যক্তিদের প্রেমপত্র সম্পর্কে লেখতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে বিস্মিত, চমকিত ও রোমাঞ্চিত হয়েছি। জীবন কত রহস্যময়, কত আবেগান্ধ, রয়েছে কত অলিগলি শতার্থে, আবেগের কত স্মরণ, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, বিচিত্রনানে তার গমনাগমন, পড়তে গিয়ে অনেক সময় যেন সেই হারিয়ে যায়। প্রেমের জগতে সম্রাট, কবি, দার্শনিক, সংগীতজ্ঞ, সকলেই কেমন যেন আবেগান্ধ, টালমাটাল অসহায়। বিথোফেনের ব্যক্তিগত ডায়রি, লর্ড বয়ারন, নেপলিয়ন বোনপার্ট কিংবা হোবশিও নেলসনের মতো ব্যক্তিদের প্রেমপত্রগুলো ইতিহাসের সেরা প্রেমপত্রের তালিকায় অন্তর্ভুক্ত। প্রেমের বিচিত্র অনুভূতি রয়েছে এখানে। কখনো আত্মসমর্পন, কখনো অভিমান, কখনো হতাশায় নিমজ্জমান, কখনো সুখস্বপ্নে ভেসে যাওয়া সব মিলিয়ে মানবমনের প্রেমানুভূতির এক বিচিত্র অভিজ্ঞতায় পরিভ্রমণের সুযোগ লাভ করবেন পাঠক-পাঠিকারাÑহয়তো নিজেদের জীবনের সাথে মিলিয়ে সুখানুভব বা নস্টালজিক অনুভূতি লাভ করতে পারবেন। আমি নিজেও এ কাজটি করতে গিয়ে জীবন-অভিজ্ঞতার এক নতুন জগতের সন্ধান পেয়ে আবেগ-আপ্লুত এবং বিমোহিতÑআশা করি অন্য সবাইও এ অনুভূতি লাভ করবেন এ গ্রন্থ পাঠ করে।
ফ্ল্যাপ
প্রেমই কি জীবন? না জীবনই প্রেম? শেস পর্যন্ত প্রেমিক হৃদয় তার অর্থ উদ্ধার করতে পারেনি। অখ্যাত কিংবা বিখ্যাত হন মানুষ কেন জেনেশুনে প্রেম নামক বিষ পান করে তা আজও রহস্যাবৃত। নিতান্ত অপ্রত্যাশিতভাবে অনুরুদ্ধ হয়ে অনুবাদক বিষয়টিতে জড়িত হয়েছিলেন কিন্তু এই অপ্রত্যাশিত ঘটনা এক অমূল্য হীরকখনির সন্ধান এনে দেয়। মানব মনের এক অতল গহ্বরের অপরিসীম রহস্য ও সৌন্দর্যের সন্ধান পেয়ে যান তিনি এবং তারই অংশীদার করতে উদ্যোগী হন চারপাশের পাঠক-পাঠিকাদের প্রতি। জানি, যারা এ গ্রন্থ পাঠ করবেন কোনোক্রমেই হতাশ হবেন না। বিথোফেনের ব্যক্তিগত রোজনামচা, লর্ড বায়ান, নেপোলিয়ান কিংবা হোরাশিও নেলসনÑএসব বিখ্যাত ব্যক্তিদের প্রেমপত্র নিয়ে এ গ্রন্থ হাজির হয়েছে ইতিহাসের রোমান্টিকতম পত্র সম্ভার নিয়ে। সেসব পত্রের কিছু কিছু বলতে গেলে, ‘প্রেম হলো বিষাক্ত নেশা’ লিখেছেন উইলিয়াম কনগ্রিভ। চার্লস ডারউইন যেমন বলেছেন, ফায়ার প্লেসের সামনে উপবিষ্ট সঙ্গীত ও গ্রন্থপ্রিয় বিনম্র রমণী।’ অষ্টম হেনরীর ভাষায়, ‘প্রেম যেন সূর্যের তীব্র তীক্ষè আলোকরশ্মি’ অথবা ফ্লাউবার্ট যেমন বলেছেন, ‘আমার হৃদয়ে প্রেম বৃষ্টির মতো বিধে যাচ্ছে’ কিংবা অস্কার ওয়াইল্ডের ভাষায়, ‘প্রেমের ছায়া আমাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে।
বিখ্যাত ব্যক্তিদের এসব প্রেমোপাখ্যান পাঠে উপলব্ধি করা যায় প্রেমের জগৎ
গত দুই হাজার বছরের ইতিহাসে খুব বেশি পরিবর্তিত হয়নিÑযেখানে রয়েছে মনের আকুতি, মান-অভিমান, ঈর্ষা, মিলন, বিচ্ছেদ, মর্মবেদনা, ভয়Ñএসব আপনাকে নিয়ে যাবে এক মোহময় রহস্যময় অনুভূতির বিচিত্র জগতে।
এম ওয়েজউডকে লেখা চিঠি
রবিবার রাত্রি, এথেনিয়াম, ২০ জানুয়ারি ১৮৩৯
…আমি তোমাকে বুঝাতে পারব না আমি আমার এই ভ্রমণ কতটা উপভোগ করেছিÑ আমি বুঝতে পারছি আমার ভবিষ্যৎ জীবন কতটা ঝঞ্জাবিক্ষুব্ধ হবে : আমি জানি তুমিও আমার মতোই সুখী হবে : কিন্তু সাথে সাথে ভয়ও হচ্ছে। কারণ তুমি যে পরিবার থেকে এসেছ তা মনে করে। আমি আজ সকালে ভাবছিলাম কেমন করে তা এল। যেই আমি আত্মিক বিষয়ে এতকাল ভেবে এসেছি, আজ এক শান্ত শীতল সুখের পরশে আচ্ছন্ন হয়ে আছি। কিন্তু আমি যা জেনেছি তার বিশ্লেষণ অতি সরল, আমি তোমাকে বলছি, কারণ তুমি এতে আশা পাবে, আমি ধীরে ধীরে কিছুই কঠোর হয়ে যেতে পারি। গত পাঁচ বছর ভ্রমণকালে আমার ভেতর একটা পরিবর্তন এসেছে (এবং বাস্তব আমি আরো দু বছর যোগ করতে পারি) কার্যকারনেই তা ঘটার সম্ভাবনা, বলা যায় আমার বাস্তব জীবনের শুরু, আমার সমস্ত স্বস্তিÑ যা আমার মনের উপর দিয়ে ঘটে গেছে, যখন আমার দৃষ্টিসমূহ চমকিত হল সেই ভ্রমণের দ্বারা যেখানে ছিল বুনো মরুভূমি অথবা গহীন অরণ্য অথবা সেই ‘বীগল’ জাহাজের রাত্রিকালীন ডেকের কিনারা। আমার অতিকথন ক্ষমা করোÑ আমি এসব বলছি কারণ হয়তো তুমি আমাকে মানবিক দৃষ্টি দিয়ে বুঝবে, এবং তুমি একদিন বলবে একাকীত্ব ও নীরবতার মধ্যে তত্ত্বের চেয়ে এখানে রয়েছে ঢের সুখানুভূতি। আমার প্রিয়তমা এমা, আমি একান্তভাবে প্রার্থনা করছি, তুমি মহত্তমকে অস্বীকার করবে না। আমি ভালো কিছু সংযুক্ত করতে যাচ্ছি তোমাকে মঙ্গলবারে আসতে হবে, আমার প্রিয় ভবিষ্যৎ স্ত্রী, স্রষ্টা তোমার মঙ্গল করুন…।
Reviews
There are no reviews yet.